Marzan Shop Research

Competitor Research

Shahi Goods – শাহী গুডস

https://www.facebook.com/shahigoods

https://shahigoods.com/

Number:
+880 1404-040433

Address: Baneswar, Rajshahi, Bangladesh

নামঃ রনি ভাই

খুব ভাল প্যাকেজিং

Bengal group এর থেকে কাচের জার নেন।

আমাদের OTA Members এর পেইজ এটি। Mentor এর সাথে একটি রিভিউও আছে উনার।

উনার সব কিছুতে Design অনেক সুন্দর। সবুজ কালার ব্যবহার করেন। Facebook page এ ৫৩কে লাইক আছে।

উনার সেল করা আচার সমূহঃ

তেতুলের আচার ১ কেজি ৯৮০ টাকা, ৫০০ গ্রাম ৪৯০ টাকা, ২ কেজি ১৬৯০ টাকা

জলপাই আচার ১ কেজি ৯৮০ টাকা, ৫০০ গ্রাম ৪৯০ টাকা

রসুনের আচার ১ কেজি ১৩০০ টাকা, ৫০০ গ্রাম ৬৫০ টাকা

আলু বোখারার আচার ১ কেজি ১৩৩ টাকা, ৫০০ গ্রাম ৬৫০ টাকা

আমড়ার আচার ৯৮০ টাকা, ৫০০ গ্রাম ৪৯০ টাকা

এই বছরে Shahi Goods – শাহী গুডস এর “জলপাই আচার” যদি এখনও টেষ্ট না করে থাকেন, তাহলে বিশ্বাস করুন আপনার জিহ্বা দারুন একটি টেষ্ট গ্রহন থেকে বঞ্চিত আছে।

Content making ideas:

আচার বানিয়ে দেখানো যেতে পারে।

আচার বিভিন্ন খাবারের সাথে খেয়ে দেখানো যেতে পারে।

আচার প্রিয় জনকে উপহার দেওয়ার জন্য বলা যেতে পারে।

Customber review নেওয়া যেতে পারে।

আচারের কোয়ালিটিঃ ভাল কোয়ালিটি, প্লাস্টিং জারে না দিয়ে কাচের জারে দেই, HomeMade আচার, ক্যামিক্যাল ব্যবহার করা হয় কিন্তু আমরা করি না, recently বানিয়েছি। অনেক দিন ফেলে রাখি নাই।

Another competitor: https://www.facebook.com/profile.php?id=100093181651679

OTA Goal member এর একজনের আচারের ব্যাবসা আছে। উনি বলেছেন যে Elite শ্রেণির লোকেরা নিয়েছি। তাই Elite শ্রেণীর লোকদের target করতে হবে। উনি ঢাকা শহরে ৩০ কিমির মাঝে ads দিয়েছেন।

Chuijhal

উনারা গত ৮ বছরে বিজনেস করেন। দেশের বাহিরেও আচার পাঠান। বিশের করে india তে। DHL এর মাধ্যমে দেশের বাহিরে আচার পাঠান।

বিদেশ থেকেও উনাদের অর্ডার আসে। WhatsApp এ

Pregnent মহিলারা টক আচার খান। তেঁতুল ছাড়া টক, মিষ্টি আচার খান।

Recent Posts